Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollম্যাচের পরও পাক-বয়কট! দেশের মানুষকে বার্তা হরমনপ্রীতের
ICC Women's World Cup 2025

ম্যাচের পরও পাক-বয়কট! দেশের মানুষকে বার্তা হরমনপ্রীতের

'ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল, দেশের মানুষরাও..', ম্যাচ জিতে বার্তা হরমনপ্রীতের

ওয়েব ডেস্ক : এক সপ্তাহ আগে পাকিস্তানকে এশিয়া কাপে (Asia Cup) হারিয়েছিল মেন্স ইন ব্লু। এবার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে (Women’s World Cup) ফের পাকিস্তানকে হারাল ওমেন্স ইন ব্লু। ৮৮ রানে এই ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচের পরে পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত সিং-রা (Harmanpreet Singh)। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পাশাপাশি ম্যাচের পর ক্রিকেট ভক্তদের উদ্দেশে বার্তা দেন ভারত অধিনায়ক।

ম্যাচের পর হরমনপ্রীত বলেন, ‘আমরা খুব খুশি। কারণ ম্যাচটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। দেশের মানুষরাও এই জয়ে খুশি হয়েছেন বলে আমি নিশ্চিত।’ অন্যদিকে, ভারতে (India) খেলতে চায়নি পাকিস্তান (Pakistan)। সেই কারণে এই ম্যাচ আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু ম্যাচ আর জেতা হল না পাকিস্তানের। এর ফলে দেখা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১২টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে সব কটিতেই জিতেছে ওমেন্স ইন ব্লু।

আরও খবর : পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’! সূর্যর পথেই হাঁটলেন হরমনপ্রীত

পুরুষদের এশিয়া কাপের পর, মেয়েদের বিশ্বকাপেও বিতর্ক থামেনি। টসের সময় সূর্যকুমার যাদবের মতো পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীত (Harmanpreet Singh)। এর পর এক রান আউট নিয়েও সমস্যা দেখা দেয়। অন্যদিকে ৮৮ রানে ম্যাচ জেতার পর পাক প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে সোজা ড্রেসিং রুমে চলে যান স্মৃতি মন্ধানারা। যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

এশিয়া কাপেও একই জিনিস দেখা গিয়েছিল। তিন ম্যাচে পর পর পাকিস্তানকে হারিয়েছিলেন অভিষেক শর্মারা। কিন্তু, ম্যাচের আগে বা পরে পাকিস্তানের কোনও প্লেয়ারের সঙ্গে হাত মেলাননি তাঁরা। সেই ধারা বজায় রাখলনে হরমনপ্রীতরা। ফলে সব মিলিয়ে ক্রিকেট মাঠে পাকিস্তানকে বয়কট করে চলেছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News